সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার ফলে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গপোসাগরে অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে এক বার্তায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সোমবার (২১ অক্টোবর) কিংবা মঙ্গলবারের (২২ অক্টোবর) দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

তিনি বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে এটি ভারতের ওড়িশা বা পশ্চিমবঙ্গের দিকে আঘাত হানতে পারে। তবে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত হানতে পারে। এ অঞ্চলে ঘূর্ণিঝড় রূপ নিলে এর নাম হবে ‘ডানা’। এটি কাতারের দেয়া নাম। তারপর গতিপ্রকৃতি দেখে কখন কোথায় আঘাত হানতে পারে-সে পূর্বাভাস দেবে আবহাওয়া অধিদফতর।