বরিশালে এসএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৩৯০ জন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল,  বার্তা২৪. কম   
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা প্রথম পত্রে ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

পাশাপাশি ভোলা জেলায় ২ ও পটুয়াখালী জেলায় ১ জনসহ ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২ ফেব্রুয়ারি)  শিক্ষাবোর্ডের  ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে৷

এতে আরো জানা গেছে,  পরীক্ষার্থীদের  অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬৯, বরগুনায় ৪৬, পটুয়াখালীতে ৬৯, পিরোজপুরে ৩৮, ঝালকাঠিতে ৪২ ও বরিশালে ১২৬ জন রয়েছে।

এর ফলে শনিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ৮৭ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এদিকে ব‌রিশা‌লে সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণভা‌বে অনুষ্ঠিত হয়েছে এসএস‌সির প্রথম‌দি‌নের পরীক্ষা। যথারীতি সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় এবং ক‌ঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে অনু‌ষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। 

২০১৮ সালে বাংলা ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৩১৫ জন শিক্ষার্থী। বরিশাল শিক্ষা বো‌র্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৫৭৫ জন। এর ম‌ধ্যে ছাত্র ৫৩ হাজার ৪১ জন এবং ছাত্রী ৫৪ হাজার ৫৩৪ জন।