চিফ হুইপ লিটন চৌধুরী, আরও ৬ হুইপ নিয়োগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নূর ই আলম চৌধুরী, ছবি: সংগৃহীত

নূর ই আলম চৌধুরী, ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ পরিচালনায় মন্ত্রী পদ মর্যাদায় সংসদের প্রধান হুইপ হিসেবে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি সংসদ নেতার পরামর্শক্রমে তাদের নিয়োগ দেন। এরপর চিফ হুইপ ও হুইপদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জানুয়ারি) সকালে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ স্বাক্ষর করার পর তা সংসদে পাঠানো হবে।

এছাড়া প্রতিমন্ত্রী মর্যাদার ছয় সদস্যের হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

হুইপদের মধ্যে দশম সংসদের হুইপ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম বহাল থাকছেন। নতুন মুখ খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চনন বিশ্বাস, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য বর্তমান হুইপ মাহবুব আরা গিনি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।