ষষ্ঠবারের মতো এমপি হলেন চুন্নু

  ভোট এলো, এলো ভোট
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুজিবুল হক চুন্নু

মুজিবুল হক চুন্নু

ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ৫৭ হাজার ৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মেজর অব নাসিমুল হক পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট। মজিবুল হক চুন্নু তরুণ ছাত্রনেতা থেকে ১৯৮৬ সালে কিশোরগঞ্জ-৪ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৮ সালেও একই আসন থেকে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

২০০৮ সালে মহাজোটের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে যান। একই আসন থেকে ২০১৪ এবং ২০১৮ সালেও নির্বাচিত হন। ২০১৪ সালে বিজয়ী হয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।