নির্বাচনে নিরপেক্ষতা স্পষ্টভাবেই প্রশ্নবিদ্ধ: বরিশাল প্রার্থী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী, ছবি: বার্তা২৪

বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী, ছবি: বার্তা২৪

নির্বাচনে নিরপেক্ষতা স্পষ্টভাবেই প্রশ্নবিদ্ধ। আমরা আশা করেছিলাম নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সবার জন্য অংশগ্রহণমূলক হবে। কিন্তু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছু নেই। যেখানে ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা প্রচার-প্রচারণা করছেন। সেখানে প্রশাসন বিএনপির নেতাকর্মীদের ওয়ারেন্ট ছাড়াই গণগ্রেফতার ও বাসায় বাসায় তল্লাশি করছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরীর কাউনিয়ার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেখানে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে। গত তিনদিনে বিএনপিসহ ২০দলীয় জোটের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এখনও তা অব্যাহত আছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারদের পাল্টাপাল্টি বক্তব্যে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আরও সংশয় তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড নাই আর সিইসি বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড আছে।  কাজেই লেভেল প্লেয়িং ফিল্ড এর মানে কি সেটা সিইসি ছাড়া আমি জানি না!

এসময় তিনি গ্রেফতারকৃত নিরপরাধ দলীয় নেতাকর্মী-সমর্থকদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন। পাশপাাশি নির্বাচনে তার কর্মী-সমর্থকরা যাতে নির্বিঘ্নে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারেন সে ব্যাপারে নজর বৃদ্ধি করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি সুষ্ঠু পরিবেশ তৈরিতে প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ।