স্বাধীনতা বিরোধীদের রুখে দাঁড়ানোর আহবান: তোফায়েল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তোফায়েল আহমেদ, ছবি: বার্তা২৪

শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তোফায়েল আহমেদ, ছবি: বার্তা২৪

ভোলা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ স্বাধীনতা বিরোধীদের রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

আজ রোববার (১৬ ডিসেম্বর) ভোলায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে তিনি এ আহবান করেন।

বিজ্ঞাপন

এসময় তোফায়েল আহমেদ বলেন, যারা ৭১ সালে মাকে ছেলে হারা করেছে, বাবাকে পুত্র হারা করেছে, বোনকে স্বামী হারা করেছে সেই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যারা হাত মিলিয়ে ঐক্য করেছে তাদের বিরুদ্ধে স্বাধীনতার চেতনা নিয়ে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে গড়া দল আওয়ামী লীগ আবার যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয় হয় সে জন্য তিনি সকলকে কাজ করার আহবান জানান।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমি মনে করি বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। এখানে যদি কোনও ব্যত্যয় ঘটে তাহলে আবার ২০০১ সালের মত বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সে জন্য বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

পরে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।