ঝিনাইদহে ডিগ্রি পরীক্ষায় প্রক্সি, ২ জনের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ডিগ্রি পরীক্ষায় অন্যের প্রক্সি দেওয়ার অপরাধে ২ জনের ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নুর হোসেন নির্ঝর এ দণ্ডাদেশ প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডিতরা হলো- সদর উপজেলার পুটিয়া গ্রামের বিশারত শেখের ছেলে সবুজ হোসেন ও শৈলকুপা উপজেলায় গোয়ালখালী গ্রামের ওমর আলীর ছেলে মামুন হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় ঝিনাইদহেও ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ছিলো ইংরেজি পরীক্ষা। সরকারি কেসি কলেজ কেন্দ্রে ওই দু’জন অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছিল। এক সময় তাদের বিষয়ে সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নুর হোসেন নির্ঝর তাদের আটক করেন। পরে আদালত বসিয়ে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ ১৯৮০-এর ৩ (ক) ধারা মোতাবেক প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।