হাঁটু ও কনুইয়ের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অফিসে কম্পিউটার ব্যবহার করতে গিয়ে দীর্ঘসময় টেবিলের ওপর হাত রাখতে হয়। এর ফলে টেবিলে কনুইয়ে ঘষা লাগে বেশি। দীর্ঘদিন এমন ভাবে কনুইয়ের হা়ড়ে ঘষা খেতে থাকলে কালচে দাগ পড়া স্বাভাবিক। ত্বক বিশেষজ্ঞদের মতে, এই দাগ শুধু কনুইয়ে নয়, হতে পারে হাঁটুতেও। অবশ্য এই দাগ যে সব সময়ে ঘষা লাগার ফলে হয়, এমনটা নয়। শারীরিক বা জিনগত কোনও সমস্যা থাকলেও এমনটা হতে পারে। এমন দাগ নিয়ে হাতকাটা বা ছোট ঝুলের পোশাক পরতে অস্বস্তি বোধ করেন অনেকে। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় রয়েছে।

কোন কোন উপায়ে হাঁটু এবং কনুইয়ের কালচে দাগ দূর করা যেতে পারে?

বিজ্ঞাপন

কাঠবাদামের তেল

রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত কাঠবাদামের তেল মাখতে পারেন। বিশেষজ্ঞেরা বলছেন, এই তেলে থাকা ভিটামিন ই, ত্বকের আর্দ্রতা রক্ষা করার পাশাপাশি কালচে দাগছোপ দূর করতেও সাহায্য করে। ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরে পেতে পারেন এই তেল ব্যবহার করে।

অ্যালোভেরা

দেহের কালচে অংশগুলি বিশেষ করে কনুই এবং হাঁটুতে অ্যালোভেরা জেল মেখে রেখে দিন। নিয়মিত মাখলে ধীরে ধীরে দাগ মিলিয়ে যাবে।

আলুর রস

আলুর রসে এমন কিছু উৎসেচক রয়েছে, যা প্রাকৃতিক ব্লিচের মতো কাজ করে। চোখের তলায় কালচে ছোপ দূর করতে অনেকেই আলু থেঁতো করে ব্যবহার করেন। একই ভাবে হাঁটু এবং কনুইয়ের কালচে দাগ দূর করতেও আলুর রস ব্যবহার করা যায়।