মাকড়সার উৎপাতে অতিষ্ঠ? যা করণীয়

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘরে মাকড়াসার বাসা বাধে নানা এমন অভিযোগ খুব কম মানুষের কাছ থেকেই শোনা যায়। সারা বছরই ঘরের আনাচে-কানাচে মাকড়সার উপদ্রব দেখা যায়। পরিষ্কার করার পরেও ঘরের আনাচে কানাছে ঝুল জমে যাচ্ছে? তবে আপনি চাইলে ঘরোয়া উপায়ে মাকড়সা তাড়াতে পারেন। ঘর থেকে মাকড়সা তাড়াতে হলে আপনাকে কিছু কৌশল জানতে হবে।

আসুন জেনে নেই কী করে এই মাকড়সার উৎপাত থেকে রক্ষা পাবেন-

বিজ্ঞাপন

১) ঘর পরিষ্কার রাখুন। ঘরের কোণে ধুলো-ময়লা জমে থাকলে মাকড়সা বেশি আসে।

২) কোথাও একটি মাকড়সার জাল দেখা দিলেও সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলুন। একটি থেকেই আর একটি বেড়ে যাবে।

বিজ্ঞাপন

৩) ঘরে কোথাও মাকড়সা দেখলে পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে তা সারা ঘরে স্প্রে করুন। এতে সমস্যা অনেকটাই কমবে।

৪) মাকড়সা তাড়ানোর আর একটি উপায় হল চক। বিভিন্ন জায়গায় চক দিয়ে দাগ কেটে রাখলে মাকড়সা খুব দ্রুত পালায়।

৫) ঘরের ভিতরে গাছ রাখা থাকলে মাকড়সার উপদ্রব বাড়তে পারে। বেশি মাকড়সা দেখলে কয়েক দিনের জন্য সব গাছ বারান্দায় রাখুন।

৬) মাঝেমধ্যেই পানিতে ভিনেগার মিশিয়ে ঘরের বিভিন্ন কোণে স্প্রে করুন। তাতে মাকড়সা কম ঢুকবে।