আগা ফাটা চুলের যত্ন নেবেন যেভাবে

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুল বড় করে রাখার একটাই সমস্যা তা হলো আগা ফাটা। আর একবার চুলের আগা ফেটে গেলে চুল বাড়ে না। বরং মাঝখান থেকে ভেঙে যায়, চুল রুক্ষ ও নিষ্প্রাণ দেখায়। কেটে ফেলা ছাড়া তখন আর কোনও উপায় থাকে না।

কেন চুলের আগা ফাটে?

বিজ্ঞাপন

আর্দ্রতার অভাবে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে বিবর্ণ হয়ে যায়। তখন আগার দিক থেকে চিরে যায়। নানা কারণে চুল আর্দ্রতাবিহীন, শুষ্ক হয়ে যেতে পারে। এছাড়াও ঘনঘন শ্যাম্পু করলে চুলের আদ্রতা নষ্ট হয়ে যায়। চুলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করলেও চুলের মারাত্ম ক্ষতি হয়। যার ফলে চুলের আগা ফেটে যায়। কারো কারো জিনগত কারণেও চুলের আগা ফাটে।

তবে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা এড়ানোর কিছু উপায় রয়েছে। প্রথমত, চুলে গরম জিনিস ব্যবহার করা কমান। যদি ব্লো ড্রাই করতে হয়, সতর্ক থাকুন। চুলের গোড়ায় গরম হাওয়া দেওয়া যেতে পারে। চুলের নীচের দিকে দেবেন না। অন্য সব কিছুর চেয়ে বেশি যত্ন নিন চুলের স্বাস্থ্যের বিষয়ে। কন্ডিশনার এবং তেল যথেষ্ট পরিমাণে ব্যবহার করুন, যাতে চুল শুষ্ক না হয়ে যায়।