পাকা চুল থেকে মুক্তি পেতে

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বয়স তিরিশও পেরোয়নি অথচ মাথাভর্তি পাকা চুল। ছবি: সংগৃহীত

বয়স তিরিশও পেরোয়নি অথচ মাথাভর্তি পাকা চুল। ছবি: সংগৃহীত

বয়স তিরিশও পেরোয়নি অথচ মাথাভর্তি পাকা চুল। শুধু আপনি নন, একটু আশেপাশে তাকালেই এমন অবস্থা অহরহ দেখতে পাবেন। কিন্তু এই পরিস্থিতিতে বদল আনার উপায়ও আছে। চুলে লাগানো নয়, ভেষজ পানীয় খেয়ে মুক্তি পেতে পারেন পাকা চুলের সমস্যা থেকে।

কী ভাবে তৈরি করবেন পানীয়?

বিজ্ঞাপন

রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণে এই পানীয় তৈরি করা যায়। যেসব উপকরণ প্রয়োজন—ফ্ল্যাকসিড ১ কাপ, পাতিলেবু ৫টি, রসুন ৫ কোয়া।

এই কয়েকটি উপকরণ একসঙ্গে একটি ব্লেন্ডারে দিয়ে দিন। খোসা সহ লেবু ছোট ছোট টুকরো করে নিন। ভাল ভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে কাচের জারে সংরক্ষণ করুন। রোজ সকালে এবং রাতে খাওয়ার এক ঘণ্টা আগে এক চামচ করে এই পানীয় খান।

মাস তিনেক এই অভ্যাস ধরে রাখুন। এতে চুলের স্বাস্থ্য ভালো হবে এবং পাকা চুলের সমস্যা তো কমবে।