সম্পর্কে নিজে স্বার্থপর কিনা বুঝবেন যেভাবে

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভালোবাসার সঙ্গে স্বার্থপরতা একবারেই যায় না। ছবি: সংগৃহীত

ভালোবাসার সঙ্গে স্বার্থপরতা একবারেই যায় না। ছবি: সংগৃহীত

প্রেম ভালোবাসার সম্পর্কে স্বর্গ খুঁজে পাওয়া যায়। আর তাইতো ভালোবাসার সঙ্গে স্বার্থপরতা একবারেই যায় না। সম্পর্কে খারাপ সময়, ভালো সময় দুই-ই আসতে পারে। এর মানে এই নয় যে, আপনি ভালো সময়টাকে গ্রহণ করবেন, আর খারাপটাকে নয়।

সম্পর্কে ছাড় দেয়ার বা মানিয়ে নেয়ার মানসিকতা না থাকলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে দাঁড়ায়। তখন একজনের স্বার্থপরতার প্রভাব পড়ে অপরজনের ওপরেও। হতাশা, আত্মবিশ্বাসহীনতা তখন জেঁকে বসে। তাই সম্পর্ক হওয়া চাই স্বার্থমুক্ত। কিন্তু কখনও নিজে স্বার্থপরের মতো আচরণ করছেন কিনা, খেয়াল থাকে কি? তা বোঝা যেতে পারে নিজেই।

বিজ্ঞাপন

বোঝার কয়েকটি উপায় রয়েছে জেনে নিন সেগুলো—

১. সবই নিজের পছন্দমতো চান? এমন অনেকেই হয়। নিজের পছন্দই শেষ কথা। খেয়াল থাকে না যে, সঙ্গীর পছন্দ হতে পারে অন্য রকম।

বিজ্ঞাপন

২. কোনও কিছু পছন্দ না হলেই কথা বলা বন্ধ করে দেন? বোঝানোরও চেষ্টা করেন না সঙ্গীকে? তাতে তিনি যে ভালো থাকছেন না, সেটা মাথায় না রাখেন না। কারণ আপনার ভালোলাগার উর্দ্ধে কিছু বোঝেন না আপনি।

৩. কোনও কিছু মনের মতো না হলেই কি সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেন? তবে কিন্তু আপনার নিজেকে নিয়ে ভাবার সময় এসেছে। নিজেকে ভেবে কথা বলুন। পরবর্তী পদক্ষেপ কেমন হবে, ঠিক করে নিন নিজেই।