কর্মক্ষেত্রে সফলতা পেতে চাইলে

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কর্মক্ষেত্রে সাফল্য পেতে সকলেই চান। ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে সাফল্য পেতে সকলেই চান। ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে সাফল্য পেতে সকলেই চান। কিন্তু সফলতা পাওয়া যে সহজ নয়। কর্মক্ষেত্রে সফলতার বিষয়ে বিশ্বখ্যাত ফোর্ড মোটর কোম্পানির গ্লোবাল কনজ্যুমার ট্রেন্ড বিশেষজ্ঞ শেরিল কনেলি বলেছিলেন, ‘একটা সময় ছিল যখন পদবী, বাসস্থানের আকার আর গাড়ি দেখে বিবেচনা করা হতো একজন ব্যক্তি কতোটা সফল।’

কিন্তু বর্তমানে বদলেছে সফলতার সংজ্ঞা। সফল হতে হলে চাই মেধা, মননশীলতা, কাজের প্রতি আন্তরিকতা এবং ভালো ব্যবহার। চাকরি নতুন হোক বা পুরনো, এসব বিষয়গুলো মেনে চলা খুবই প্রয়োজনীয়।

বিজ্ঞাপন

কাজের জায়গায় সফলতা পেতে যেসব বিষয়ে মানিয়ে নিতে হবে—

সব মানুষকে খুশি করা যায় না। কেউ না কেউ বিরক্ত হবেনই। এতে হতাশ হবেন না। মেনে নিতে শিখুন সবাই আপনার প্রশংসা করবে না। কিন্তু সবমসয় আন্তরিকতা দিয়ে কাজ করুন।

বিজ্ঞাপন

কেউ যদি আপনাকে ঈর্ষা করে, তার মানে আপনার গুরুত্ব আছে। সকলে খেয়াল করছে আপনার কাজ। সে কারণেই ঈর্ষা করছে। এতে চিন্তিত না হয়ে কাজের প্রতি মনোযোগ ধরে রাখুন।

সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলা মানে সকলের মতো হওয়ার চেষ্টা করা নয়। বরং মানিয়ে চলে কাজ করে যাওয়াই বুদ্ধিমত্তা।