নখের হলদে দাগ দূর করুন সহজ উপায়ে

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাতের সৌন্দর্য নষ্ট করে নখের অনুজ্জ্বল ভাব বা হলদে দাগ। ছবি: সংগৃহীত

হাতের সৌন্দর্য নষ্ট করে নখের অনুজ্জ্বল ভাব বা হলদে দাগ। ছবি: সংগৃহীত

হাতের সৌন্দর্য নষ্ট করে নখের অনুজ্জ্বল ভাব বা হলদে দাগ। আর এই দাগ দূর করার সহজ কৌশল হিসেবে অনেকেই উজ্জ্বল রঙের নেইল পলিশ লাগিয়ে নেয়। তবে এই সমস্যাগুলো চাপা দিয়ে রাখার চেয়ে সমাধান করে ফেলাই ভালো না?

নখের হলদেভাব দূর করে এর সঠিক যত্ন কীভাবে নেবেন জেনে নিন—

বিজ্ঞাপন

প্রথমে যেকোনো ধরনের টুথ-পেস্ট নিন। প্রতিটি নখের উপরে বেশি করে পেস্ট লাগিয়ে এক মিনিট রেখে দিন। তারপর একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে আরো এক মিনিট নখ ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হালকা গরম পানিতে লেবুর টুকরো দিয়ে দিন। তাতে অন্তত ১ থেকে ২ মিনিট হাত ভিজিয়ে রাখুন। এতে নখের হলুদ দাগ দূর হবে।

এবার যে কোনো ধরনের ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই পেয়ে যাবেন ঝকঝকে পরিষ্কার নখ।

স্বচ্ছ কালারের কোনো নেইলপলিশ দিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগবে দেখতে।

মাথায় রাখা প্রয়োজন, যতবার নখ হলদেটে হয়ে আসবে আগের নেইলপলিশ তুলে নতুন করে লাগিয়ে নিলেই অনেক দিন স্থায়ী হবে ঝকঝকে, উজ্জ্বল, এবং সুন্দর নখ।