আলুর রসে রূপচর্চা

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলুর রস দিয়ে টোনার প্রস্তুত করতে পারেন। ছবি: সংগৃহীত

আলুর রস দিয়ে টোনার প্রস্তুত করতে পারেন। ছবি: সংগৃহীত

ব্রণ এবং পিম্পল ত্বকে কালো দাগ ফেলে। ত্বকের কালো দাগ দূর করতে কার্যকর আলুর রস। আলু সবচেয়ে সহজলভ্য উপাদান। আলুর রস ত্বকের কালো দাগ এবং অন্যান্য ত্বকের সমস্যার সাথে লড়াই করতে সহায়তা করে। ত্বকের কালো দাগ দূর করতে আলুর রস ব্যবহারের বিভিন্ন উপায় জেনে নিন।

আলুর রস এবং লেবুর রস:

বিজ্ঞাপন

লেবুর রসে রয়েছে ভিটামিন সি যা ত্বকের অন্যতম সেরা ভিটামিন। আলুর রস এবং লেবুর রস সমান পরিমাণে একত্রিত করে মিশ্রণটি তুলার সাহায্যে মুখে লাগান। এটি প্রায় পাঁচ মিনিটের জন্য রাখুন এবং পরে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন।

আলুর রসের ফেস প্যাক:

ফুলার আর্থ ত্বকের জন্য দূর্দান্ত কাজ করে। ফুলার আর্থ এবং আলুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া অব্দি অপেক্ষা করুন। পুরোপুরি শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই বার ব্যবহার করুন।

আলুর রসের টোনার:

আলুর রস দিয়ে টোনার প্রস্তুত করতে পারেন। একটি আলুর রস নিন এবং এতে এক কাপ পানি যোগ করুন। এবার ত্বকে মিশ্রণটি প্রয়োগ করুন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে সংরক্ষণ করতে পারেন বা একটি সুতির প্যাড ব্যবহার করে এটি প্রয়োগ করতে পারেন। তবে বেশি দিন সংরক্ষণ না করায় ভালো।