জিকে শামীমের সাত সহযোগী ফের রিমান্ডে
মানিলন্ডারিং আইনের মামলায় যুবলীগ নেতা জিকে শামীমের সাত সহযোগীর ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় তাদের জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।
অস্ত্র মামলায় চারদিনের রিমান্ড শেষে গত ২৬ সেপ্টেম্বর তাদের কারাগারে পাঠিয়েছিলেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) মানিলন্ডারিং মামলায় রিমান্ড শুনানিতে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিন রিমান্ডের আবেদন জানান। দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: জিকে শামীমের বিরুদ্ধে র্যাবের তিন মামলা
ফের রিমান্ডে দেওয়া সাত সহযোগী হলেন- দেলোয়ার হোসেন, মোরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আনিছুল ইসলাম।
আসামি পক্ষে শুনানি করেন, আবদুর রহমান হাওলাদার ও শওকত ওসমান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন রকিবুল ইসলাম।
আরও পড়ুন: যুবলীগ নেতা শামীমের অফিসে মাদক ও টাকার স্তুূপ
গত ২০ সেপ্টেম্বর নিকেতনে শামীমের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় শামীমসহ তার ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়। শামীমের অফিস থেকে ১৬৫ কোটি টাকার এফডিআরের কাগজপত্রসহ নগদ প্রায় দুই কোটি টাকা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্রও জব্দ করা হয়।
আরও পড়ুন: ১০ দিনের রিমান্ডে যুবলীগ নেতা জিকে শামীম
আরও পড়ুন: জিকে শামীমের ১৪ দিনের রিমান্ড আবেদন