মাদকের মামলায় যুবলীগ নেতা সম্রাট অভিযুক্ত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার এ অভিযোগ গঠন করেন। মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানিতে সম্রাট ও অপর আসামি এনামুল হক আরমান অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি (পাবলিক প্রসিকিউটর) মাহফুজ হাসান বলেন, অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত তারিখে আসামিরা হাজির ছিলেন না। তারা অসুস্থ বলে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০২০ সালের ৯ ডিসেম্বর এ মামলায় দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা র‍্যাব-১ এর উপ-পরিদর্শক আ. হালিম।

বিজ্ঞাপন

গত ১৬ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন অস্ত্র আইনের মামলার অভিযোগ শুনানিতে অনুপস্থিত থাকায় ওই মামলায়ও তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‌্যাব। ওইদিন দুপুর দেড়টার দিকে কাকরাইলে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে পাঠানো হয়।

পরেরদিন ৭ অক্টোবর বিকেলে র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রাজধানীর রমনা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেন।