পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শীত পিঠা-পুলির উৎসব
শীতের আমেজে বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠাপুলির উৎসব। গ্রামের চিত্র এ রকম হলেও শহুরের জীবনে ব্যস্ততা ও ভিন্নতা থাকায় সেই চিত্র কম দেখা যায়। তবে গ্রামীণ এ ঐতিহ্য ধরে রাখতে পিরোজপুরে নানা আয়োজনে প্রথম বারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় লাল ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রং-বেরঙের শাড়ি ও পাঞ্জাবি পরে স্টলে স্টলে থরে থরে নানা ধরনের পিঠা সাজিয়ে নিয়ে বসেছে। পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয় পিঠা উৎসব প্রাঙ্গন। বিশ্ববিদ্যালয়ের ৪ টি বিভাগের ৪ টি স্টলে দেশের বিভিন্ন জেলা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রায় ৩৫ ধরনের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে হাজির হয়। যার মধ্যে রয়েছে- ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ক্ষীর কুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাকান পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা। আজ দিনব্যাপী এ পিঠা উৎসব চলবে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স বিভাগের শিক্ষার্থী নাওমি নাওয়ার বলেন, আমরা জানি পিঠা বাঙালির একটি বড় ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধরে রাখতে আমরা এ আয়োজন করেছি। এটা শুধু ঐতিহ্য নয় এই পিঠা আমাদের ভাব প্রকাশ করে। রাত জেগে আমরা সবাই মিলে আনন্দ উদ্দীপনার মধ্য এ উৎসবের আয়োজন করেছি।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহিদুল ইসলাম বলেন, আজকের পিঠা উৎসব আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পিঠা উৎসব। শিক্ষার্থীরা সাচ্ছন্দ্যে এ পিঠা উৎসব আয়োজন করে। শীতের পিঠা আমাদের বাঙালির উতিহ্য। আমরা প্রতিবছর এই উৎসব আয়োজন করবো।