রাঙামাটিতে ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটিতে ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড

রাঙামাটিতে ইয়াবাসহ আটক যুবকের কারাদণ্ড

রাঙামাটি শহরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে সুজন দত্ত নামের এক যুবককে এক বছরের দণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরে পূর্ত ভবন সংলগ্ন বনশ্রী সড়ক এলাকা থেকে আসামবস্তির বাসিন্দা রনজিৎ দত্তের সন্তান সুজন দত্তকে (৩০) ৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

বিজ্ঞাপন

পরবর্তীতে সে মোবাইল কোর্টের কাছে নিজের দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে রাঙামাটির সুপার ড. ফরহাদ হোসেন স্যার জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আমাদেরকে দলমত নির্বিশেষে মাদকের সাথে জড়িত সকলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা অবৈধ চোরাচালানকারীসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।

বিজ্ঞাপন