গাজীপুরে সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরকে ৩ দিনের রিমান্ড
গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা আদালতে উঠানোর পর পুলিশ তাকে রিমান্ড দেয়ার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে তিন দিনের রিমান্ড দেন। পরে বিশেষ নিরাপত্তায় জেলা কারাগার থেকে তাকে আসামি বহনকারী পুলিশ ভ্যানে অন্যত্র নেয়া হয়েছে।
এর আগে, গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে গ্রেফতার করে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। গ্রেফতারকৃত মাওলানা সাদপন্থী নেতা মোয়াজ বিন নুর (৪০)। তিনি উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিব ইস্কান্দার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোয়াজ বিন নূরকে গ্রেফতারের পর রোববার সকালে জেলা কারাগার থেকে আদালতে উঠানো হয়। এসময় তার রিমান্ড আবেদন করলে আদালত তা গ্রহণ করে তিন দিনের রিমান্ড দেন।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে নিহত হন ৩ জন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনার পর গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।