বিইউবিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন’র (বুলা) সভাপতি আকরামুল, সেক্রেটারি রাশিদুল
বিইউবিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন (বুলা) সভাপতি পদে অ্যাডভোকেট মো. আকরামুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এইচ.এম, রাশিদুল ইসলাম নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা আইনজীবী সমিতির হল রুমে (৯ম তলায়) আহ্বায়ক কমিটির সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. কাউসার আহম্মেদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সিরাজুল হক ফয়সাল, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম সজীব, দফতর সম্পাদক পদে সাদেকুর রহমান তমাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মো. লিটন খান, আইন সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আরিফুল ইসলাম ও সংস্কৃতি সম্পাদক ইশরাত জাহান নুপুর।
এসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, আইনজীবী নেতৃবৃন্দ এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নির্বাচিত কমিটির সভাপতি আকরামুল ইসলাম বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকল আহ্বায়ক কমিটির সদস্যের ধন্যবাদ জানাই। হাঁটি হাঁটি পা পা করে এ সংগঠন সৃষ্টি হয়েছে। এই সংগঠনের উদ্দেশ্য সিনিয়র ও জুনিয়র ভাই-বোনদের নিয়ে এক সাথে সামনের দিকে অগ্রসর হওয়া। আগামী দিনেগুলো সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এই নবনির্বাচিত সভাপতি।
সাধারণ সম্পাদক পদে এইচ.এম, রাশিদুল ইসলাম বলেন, বিইউবিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে এই সংগঠনকে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করবো। দেশের এই ক্রান্তিকালীন 'বুলা' সকল সদস্যগণ সাধারণ জনগণকে আইনি সেবা দেওয়ার যাওয়ার চেষ্টা করবো।