দেশ টিভির এমডি আরিফ হাসানকে তিন দিন রিমান্ডের আবেদন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দেশ টিভির এমডি আরিফ হাসানকে তিন দিন রিমান্ডের আবেদন

দেশ টিভির এমডি আরিফ হাসানকে তিন দিন রিমান্ডের আবেদন

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে স্কলাসটিকা স্কুলের সামনে সজিব হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ হাসানকে তিনদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানা পুলিশের উপপরিদর্শক মো. আবু সাঈদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।

বিজ্ঞাপন

দুপুরের পর আসামির উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি মো. আরিফ হাসান আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে মো. সজিব উত্তরা ১নং সেক্টরে স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়।

বিজ্ঞাপন

বাদী মামলায় উল্লেখ করেন, আওয়ামী সন্ত্রাসী বাহিনী যুবলীগ, ছাত্রলীগ ও এজাহারে উল্লেখিত ১ থেকে ৫নং আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজসে মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া নিরীহ ছাত্রজনতার উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। উক্ত ঘটনায় বাদীর ছেলে তাহার শরীরে এবং পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।  

মামলার আসামি বিদেশ গমনকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে।