ময়মনসিংহ পৌর আ. লীগের সাধারণ সম্পাদক কারাগারে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহ পৌর আ. লীগের সাধারণ সম্পাদক কারাগারে

ময়মনসিংহ পৌর আ. লীগের সাধারণ সম্পাদক কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে (৫৫) কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার গোলাম মোস্তফাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে বিচারক তানজিনা ইসলাম তাতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

গ্রেফতার গোলাম মোস্তফা ফুলবাড়িয়া পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের লাহিড়ীপাড়ার আজিম উদ্দিনের ছেলে।

এর আগে রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে গোলাম মোস্তফা চরপাড়া এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশসহ যৌথ বাহিনী অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়। পরে বিস্ফোরক আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

ফুলবাড়িয়া থানা পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট রাষ্ট্রের জন্য নিরাপত্তা বিপন্ন করে অর্থনৈতিক ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি বাস ভবন, থানা ভবন, যানবাহন ভাঙচুর করে বেআইনি জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করার উদ্দেশ্যে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা প্রদান করে ইট-পাটকেল নিক্ষেপ করাসহ সাধারণ ও গুরুতর কাটা রক্তাক্ত, হাড়ভাঙ্গা জখম এবং ক্ষতি সাধন করার অপরাধ করে। এতে ৫ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।