সাবেক এমপি জর্জ রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অটো রিক্সাচালক রনি হত্যা মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ।

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আলতাফ জর্জের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন বিচারক তা নাকচ করে দেন।

গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বৈষম্য বিরোধী আন্দোলনের গত ১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রনি।

তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি।

এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় মামলা করেন।

সেলিম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় নির্বাচনে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এমপি হিসেবে  দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি।