শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলার আবেদন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কাঠমিস্ত্রী তারিক (১৮) হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নিহতের মা ফিদুশী খাতুন।

বিজ্ঞাপন

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা বাদীনির জবানবন্দী গ্রহণ করে আদেশ অপেক্ষমান রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী লিটন মিয়া মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব সরকার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিকালে শেরেবাংলা নগর থানার সামনে রাস্তায় গুলিবিদ্ধ হন তারিক। তাকে দ্রুত পার্শ্ববর্তী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।