লালু হত্যায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের নামে মামলা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় লিটন হাসান লালু হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মিরপুর শেওড়াপাড়ার বাসিন্দা জনৈক মিলন।

বিজ্ঞাপন

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বাদীর জবানবন্দী গ্রহণ করে মিরপুর মডেল থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিস সওদাগর এ্যানি আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে গুলিবিদ্ধ হন লিটন হাসান লালু। তাকে দ্রুত পার্শ্ববর্তী আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতাল নেওয়া হয়। গত ৭ আগস্ট ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।