আদেশ জালিয়াতি: ঢাকা সিএমএম আদালতের পেশকার আটক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আদেশ জালিয়াতি: ঢাকা সিএমএম আদালতের পেশকার আটক

আদেশ জালিয়াতি: ঢাকা সিএমএম আদালতের পেশকার আটক

বিচারকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বেঞ্চ সহকারীকে আটক করা হয়েছে। তার নামে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) আদেশ জালিয়াতির ঘটনার প্রকাশের পর বিকেল ৪টার দিকে এজলাস চলাকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হক জনিকে আটকের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজুয়ান খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৪টার দিকে এজলাস চলাকালীন তাকে আটকের নির্দেশ দেন বিচারক। পরে এ বিষয়ে মামলা হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আমাকে ফোন দিয়েছিলেন। নথি জালিয়াতির ঘটনায় আদালতের এক পেশকারকে আটক করা হয়েছে।