হত্যা মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কারাগারে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

সোমবার (০১ জুলাই) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন।

তিনি জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম ওঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি।

গতকাল রোববার জামিনের মেয়াদ শেষে আজ সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন তিনি। পরে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু।