৯০ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ১৪ বছরের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে ১২ বছর ৩ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ১ কোটি ৫ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ২ বছর ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী জানিয়েছেন।

বিজ্ঞাপন

দণ্ডিত ইফতেখারুল কবির ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চান্দগাঁও শাখার সাবেক ব্যাংকিং প্রায়োরিটি ম্যানেজার ছিলেন।

দুদকের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী জানান, ব্যাংকের সাবেক কর্মকর্তা ইফতেখারুল কবিরের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ওআর নিজাম রোড শাখায় ফজিলাতুন্নেসা নামে এক গ্রাহকের ৯০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল।

এমন অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১০ জনের সাক্ষ্য প্রমাণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।