বিএনপি নেতা স্বপন আরও ৫ মামলায় গ্রেফতার, জামিন শুনানি বিকেলে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বপনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আসামি পক্ষের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নাশকতার ৫ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নাশকতার এই পাঁচ মামলার জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজধানীর পল্টন থানার তিন মামলায় এবং ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা থানার দুই মামলায় স্বপনকে গ্রেফতার দেখানো হয়৷ একই সঙ্গে সংশ্লিষ্ট আদালতে জামিন বিষয়ে শুনানির জন্য আদেশ দেন।

গত ৯ নভেম্বর ৬ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ২ নভেম্বর দিবাগত রাত গুলশানের বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়।