আব্বাস-স্বপন-এ্যানির জামিনের আবেদন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আব্বাসের ১০, স্বপনের ৫ মামলায় গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদন করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া নিউমার্কেট ও ধানমন্ডি থানার দুটি মামলায় এ্যানির জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

গত বছর ২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়। এর মধ্যে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি ও স্বপনের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়।

মামলাগুলো হতে মির্জা আব্বাসকে ১টি ও স্বপনকে ২ মামলায় গ্রেফতার দেখানো হলেও বাকি মামলাগুলোতে গ্রেফতার দেখানো হয়নি।

গত ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ এলাকা থেকে আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। ২ নভেম্বর স্বপনকে গ্রেফতার করা হয়। ৩ নভেম্বর তাকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।