আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায়ের পদত্যাগ
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন।
শনিবার (৩০ মে) তিনি এ ইস্তফা দেন। তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
যদিও দেশটির গণমাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গ সরকারের খবর প্রকাশের ব্যাপারে সম্পাদকীয় নীতির অনমনীয় মনোভাবই এর পেছনে দায়ী। এনিয়ে সম্পাদকের সঙ্গে সরকারের মনকষাকষিও চলছিল। এছাড়া শনিবার রাতে অনির্বাণ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। এরপর রাতে তাকে কলকাতা শহরের হেয়ার স্ট্রিট থানা থেকে ডাকা হয়েছিল। এসব জল্পনার মধ্যেই তিনি ইস্তফা দেন।
অনির্বাণ চট্টোপাধ্যায় এর আগে রবিবাসরীয়সহ বিভিন্ন ক্রোড়পত্র ও বিশেষ সংখ্যারও দায়িত্ব পালন করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর তিনি ১৯৮৩ সালে আনন্দবাজারে কর্মজীবন শুরু করেন।