করোনায় বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা মোদীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনায় ভারতের অর্থনীতির শোচনীয় অবস্থা। সেই অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (১২ মে) রাতে জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে দেশটির অর্থনীতির উন্নতির জন্য ২০ লক্ষ কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের এই সংকটে বিশেষ আর্থিক প্যাকেজে ঘোষণা করছি। সব মিলিয়ে ২০ লক্ষ কোটি রুপির আর্থিক প্যাকেজ দেওয়া হবে। ২০২০ সালে আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্যাকেজ। যা জিডিপির ১০ শতাংশ।’

বিজ্ঞাপন

এছাড়া তিনি বলেন, ‘চতুর্থ দফার লকডাউন ১৮ মে'র আগেই ঘোষণা করা হবে।’ প্রসঙ্গত, ১৭ মে ভারতে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। এখনো পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত ৭০,৭৫৬ এবং মৃত্যু হয়েছে ২,২৯৩ জনের।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১১০ জন। এর ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্ত ২ হাজার ১৭৩ জন।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৬১২ জন। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬ জনে।