পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন/ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন/ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিধায়করা।

মঙ্গলবার (১৭ মার্চ) বিধানসভায় বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিধায়করা জাতির পিতাকে স্মরণ করেছেন।

বিজ্ঞাপন


এরপর বিধানসভার স্পিকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবন্ধুকে নিয়ে ভাষণ দেন।

বিজ্ঞাপন

ফরিদপুরের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। এ বছর তার জন্মের শতবর্ষ পূর্ণ হতে চলায় ২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও তাকে নিয়ে ভাষণ দেন।