টলি-বলি-হলি’তে সুব্রত দত্তের পদচারণা
কলকাতার অভিনেতা সুব্রত দত্ত, যিনি এনএসডি’র (ন্যাশনাল স্কুল অফ ড্রামা) ছাত্র। কাজ করে চলেছেন টলিউড, বলিউড, হলিউডে।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত উত্তরা, হিন্দিতে রাজকুমার সন্তশি পরিচালিত লজ্জা, সুব্রত সেন পরিচালিত বাংলা ছবি স্বপ্নের ফেরিওয়ালা, হিন্দি ছবি ধারিণী, মনোজ পুরি পরিচালিত হিন্দি ছবি জামিন, মানিসংকর পরিচালিত হিন্দি ছবি ট্যাঙ্গো চার্লি ইত্যাদি।
কয়েকদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে হিন্দি ও বাংলা মিলিয়ে তার সাতটি নতুন ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য হিন্দি টি ফর তাজমহল, লখনৌ টাইমস, জোসেফ বন ইন গ্রেস, আসমা, এবং বাংলা ছবি ধুসর।
এছাড়াও তিনি নেটফ্লিক্স এর জন্য কাজ করেছেন সিলেকশন ডেতে, আর হইচই’তে কাজ করেছেন ব্যোমকেশ চরিত্রে। শেষ করলেন ‘শব্দজব্দ’। সম্প্রতি তিনি শেষ করলেন তার তিনটি হলিউড ছবির কাজ।
এক কথায় বলতে গেলে অভিনেতা সুব্রত দত্ত জন্মের পর নিজেকে প্রতিষ্ঠা করতে যে লড়াইয়ের মঞ্চে উপস্থিত হয়েছিলেন আজ তিনি বিশ্ব সিনেমার দরবারে পৌঁছে গেছেন। এক সাক্ষাৎকারে শোনালেন জীবনের গল্প।