গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কবি শঙ্খ ঘোষ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুই বাংলার জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ। পার্কিনসন রোগ এবং শ্বাসনালীতে সংক্রমণের কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) অতিরিক্ত শ্বাসকষ্টের কারণে অসুস্থ বোধ করেন কবি। এরপরই স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ কলকাতার আমরি হাসপাতালে ভর্তি করা হয় শঙ্খ ঘোষকে।
পার্কিনসন, শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও শঙ্খ ঘোষের মূত্রনালীতেও কিছু সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মেডিসিন বিশেষজ্ঞ চিন্ময় কুমার মাইতির তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন বর্ষিয়ান এই সাহিত্যিক। হাসপাতালে চলছে কবির বিভিন্ন রকম স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা। তার বয়স হয়েছে ৮৭ বছর। তবে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন শঙ্খ ঘোষ। তার অবস্থা এখন স্থিতিশীল।