ফেসবুকে মীরের মেয়ের ফোন নম্বর চেয়ে বসল একজন
জনপ্রিয় সঞ্চালক, কৌতুক শিল্পী তথা অভিনেতা মীর, মেয়ে মুসকান আলীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। যার ক্যাপশনে মীর লিখেছিলেন, 'আখোকা তারা' (Aankhon Ka Tara...)। ব্যস বাপ-মেয়ের এই ছবি দেখেই অনেকেই বিভিন্ন কমেন্ট করেতে শুরু করেছেন। কিন্তু তার মধ্যেই মীরের নজরে পড়ে সায়ক গঙ্গোপাধ্যায় নামে একজনের কমেন্ট। যিনি কিনা সরাসরি মীরের কাছ থেকে মেয়ে মুসকানের ফোন নম্বরই চেয়ে বসেছেন।
সামাজিক মাধ্যমে তারকা সন্তানদের নানান ধরনের আক্রমণ, সমালোচনা, কটু কথার কমেন্ট করে অনেকে। তবে এধরনের মন্তব্যের কেউ জবাব দেন, কেউ আবার এড়িয়ে চলতেই পছন্দ করেন। তবে ওই ব্যক্তিকে রিপ্লাই দিতেও ভোলেননি মীর। উত্তরে তিনি সায়ক গঙ্গোপাধ্যায়কে লিখেছেন তা পড়ে না হেসে কেউ থাকতে পারবে না।
কৌতুক মীর ওই ব্যক্তিটিকে লিখেছেন, 'নিশ্চয়ই দেবো, তবে তার আগে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্মের নথি, ব্যাঙ্ক পাসবই সহ ১০টির তালিকা নিয়ে আসুন আমার কাছে। তবেই পাবেন।'
মীরের এমন উত্তরের স্ক্রিন শট এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।