কলকাতায় ‘সোনার বাংলা আর্ট-ক্যাম্প’ শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে উপজীব্য করে ‘সোনার বাংলা আর্ট-ক্যাম্প ২০২০’ শুরু হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে দুইদিন ব্যাপী এই মেলার শুরু হয়।
রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫ টায় প্রদর্শনীর উদ্বোধনী হবে। বাংলাদেশ উপ-হাইকমিশনের ‘বাংলাদেশ গ্যালারি’-তে এই আর্ট-ক্যাম্পে অঙ্কিত চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী দেখানো হবে। ১৩-১৭ জানুয়ারি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।
চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, বাঙালির গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকীতে তাঁর স্বপ্নের সোনার বাংলাকে ভিত্তি করে আয়োজিত ‘সোনার বাংলা আর্ট-ক্যাম্প ২০২০’ এর গুরুত্ব অত্যধিক এবং আজকে ভারত-বাংলাদেশের শিল্পীদের রং তুলিতে যা ঘটবে একসময় তা ইতিহাস হয়ে থাকবে।
‘সোনার বাংলা আর্ট-ক্যাম্প ২০২০’এ বাংলাদেশের শাহাবুদ্দিন আহমেদ, জামাল আহমেদ, রোকেয়া সুলতানা, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল হোসেন, সৈয়দ হাসান মাহমুদ, আতিয়া ইসলাম, কনক চাঁপা চাকমা, আনিসুজ্জামান, শাহজাহান আহমেদ বিকাশ ও দুলাল চন্দ্র গাইন এবং ভারতের গণেশ হালুই, বাদল পাল, ঈশা মোহাম্মদ, শ্যামশ্রী বসু, শুভাপ্রসন্ন, ওয়াসিম কাপুর, সোহিনী ধর, মনোজ দত্ত, আদিত্য বসাক, সুব্রত গঙ্গোপাধ্যায়, চন্দ্র ভট্টাচার্য, ছত্রপতি দত্ত ও অতিন বসাক ছবি আঁকেন।