৩৫তম রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ
চলতি মাসের ৭ ডিসেম্বর থেকে কলকাতার প্রদীপ সংঘে শুরু হয়েছে ৩৫তম রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ। পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করছেন ক্যারাম চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রতিযোগীরা রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন।
রাজ্য ক্যারাম অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব সুজিত শাহু জানিয়েছেন, এই প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য আশি হাজার রুপি।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়নরা পাচ্ছেন ২৫ হাজার রুপি। রানার্স আপ পাবেন ২০ হাজার রুপি। এছাড়া সিঙ্গেলস এবং ডাবলস দুটি বিভাগেই খেলা হবে। মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন ১৪ এবং ১৫ ডিসেম্বর।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতায় যে কোনো ধরনের ডোপিং নিষিদ্ধ করার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে সংগঠন রাজ্য পুলিশ প্রশাসন। প্রতিযোগিতা ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত।