বঙ্গবন্ধুর জন্মদিনে কলকাতায় দিনব্যাপী অনুষ্ঠান

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন।

শুক্রবার (১৫ মার্চ) কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার কথা জানান।

বিজ্ঞাপন

তৌফিক হাসান বলেন, আগামী রোববার (১৭ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় সবার সবান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করেন কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান।

বিজ্ঞাপন