ভারতের বাজারে আসছে ২০ রুপির কয়েন
১০ রুপির কয়েনের পর এবার ভারতের বাজারে আসতে চলেছে ২০ রুপির কয়েন। অর্থমন্ত্রকের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। ১০ রুপির কয়েনের সঙ্গে বেশ কিছু মিল থাকলেও এটি সম্পূর্ণ গোলাকার হচ্ছে না নতুন এ কয়েন।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ রুপির কয়েনটি ১২টি ভুজের হবে। তবে সম্পূর্ণ গোলাকৃতিরও কয়েন তৈরি হয়েছে। কোন আকৃতির কয়েন বাজারে আসছে তার স্পষ্ট কোনো চিত্র মেলেনি।
অর্থমন্ত্রক থেকে আলাদা করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১২ ভুজের ২০ রুপির কয়েনটির ব্যাস হবে ২৭ মিলিমিটার। যা ১০ রুপির কয়েনের ব্যাসের সমান। এছাড়া দুই রঙের মিশ্রণ থাকবে নতুন এই কয়েনে। কয়েনটি তৈরি হবে তামা, দস্তা ও নিকেলের সংমিশ্রণে।
২০ রুপির কয়েনের পাশাপাশি এক, দুই, পাঁচ ও ১০ রুপির নতুন কয়েনও বাজারে আনা হবে বলে জানানো হয়েছে। তবে কবে জনগণের হাতে নতুন এই মুদ্রা আসবে তা এখনও জানা যায়নি।