শিবকুমার শর্মাকে সম্মান জানালো আইটিসি
কলকাতার টালিগঞ্জে শুরু হওয়া তিনব্যাপী ৪০তম সঙ্গীত সম্মেলন শেষ হচ্ছে আজ ৩ ফেব্রুয়ারি রোববার।
টালিগঞ্জের আইসিটি সংগীত রিসার্চ একাডেমিতে শুরু হয় ৪০ তম সংগীত সন্ধ্যা। অনুষ্ঠানের সূচনা করেন ইন্ডিয়ান মিউজিকোলজিক্যাল সোসাইটির সভাপতি পন্ডিত অরবিন্দ পারেখ।
৪০তম সংগীত সম্মেলনের বিষয়ে আইসিটি সংগীত রিসার্চ একাডেমির এক্সিকিউটিভ ডিরেক্টর বিবি চট্টোপাধ্যায় জানান, কলকাতার সংগীত প্রেমীদের সহযোগিতায় এবং গুরুদের নিষ্ঠার কারণে এই একাডেমির সুখ্যাতি সাড়া বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ৪০ তম সম্মেলনের আয়োজন করা আমাদের জন্য খুবই গর্বের ও জাতীয় মর্যাদার।
এই সংগীত সম্মেলনে অংশ নিয়েছিলেন গুণীমানি সব সঙ্গীতজ্ঞরা। বাদ যায়নি যন্ত্র সংগীতও। উৎসবে শামিল হয়েছিলেন পন্ডিত শিবকুমার শর্মা, পন্ডিত উল্লাস কশালকার, পন্ডিত অজয় চক্রবর্তি, পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, পন্ডিত কুমার বোস, পন্ডিত উদয় ভয়ালকর, পন্ডিত পার্থ চট্টোপাধ্যায়, উস্তাদ রশিদ খান, বিদূষী শূভ্রা গুহ ও বিদূষী কৌশিকী চক্রবর্তি।