একই ছবিতে শাহরুখ সালমান

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খান ও সালমান খান বলিউডের দুই সুপারস্টার।

শাহরুখ খান ও সালমান খান বলিউডের দুই সুপারস্টার।

শাহরুখ খান ও সালমান খান বলিউডের দুই সুপারস্টার। দুই খানের জনপ্রিয়তা যেমন তুঙ্গে তেমনি এই দুজনকে নিয়ে গালগল্পও কম নেই বলিউড পাড়ায়। এবার শোনা যাচ্ছে  একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

শাহরুখ খান ,সালমান খানকে নাকি আবার একসঙ্গে দুই প্রধান চরিত্রে দেখা দিতে যাচ্ছে। কিছুদিন আগে সালমানের টিউবলাইট এ শাহরুখ স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন। সঞ্জয় বনশালীর পরিচালনায় ফিরছেন এই দুই সুপারস্টার এমন গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিকে। এর আগে করণ-অর্জন সিনেমায় তাদের এক সঙ্গে দেখা গিয়েছিলো। এছাড়া বিভিন্ন সময়ে দুইজনের সিনেমায় এক অন্যকে অতিথি চরিত্রে দেখা গেছে।

বিজ্ঞাপন