গুলজার লিখলেন রবিকথা হিন্দিতে
কোলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কথা-গল্প আর রবীন্দ্রনাথ নিয়ে জনপ্রিয় 'লাইট অ্যান্ড সাউন্ড শো' বাংলা ভাষায় প্রদর্শিত হয়ে আসছে। এই প্রদর্শনী এবার বাংলার পাশাপাশি সপ্তাহে তিন দিন হিন্দি ভাষায় আলোক-ধ্বনিতে প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার ৩১ জানুয়ারি) সন্ধ্যায় এই প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।
এ সময় তিনি জানান, মাত্র ৮ মাসেই আলেখ্যের চিত্রনাট্য প্রস্তুত করা হয়েছে। কোন পারিশ্রমিক ছাড়াই গুলজার এটি করেছেন।
উপাচার্য জানান, প্রতিদিন ১২ শ দর্শক আসেন জোড়াসাঁকোয়। এবার থেকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বাংলায় আর বুধ, শুক্র ও রবিবার হিন্দিতে ঠাকুরবাড়ির আলেখ্য প্রদর্শিত হবে।
ঠাকুরবাড়ির কথা-গল্প আর রবীন্দ্রনাথ হিন্দি ভাষ্যে আলেখ্য লিখেছেন গুলজার।