শঙ্কু সিরিজ

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৯ আসছে সন্দীপ রায়ের নকুড়বাবু ও এল ডোরাডো। সাও পাওলো শহরে শুটিং করতে গিয়ে ছবির প্রোটাগনিস্ট ধৃতিমান চ্যাটার্জি ও পরিচালক সন্দীপ রায় দুজন ই অসুস্থ হয়ে গেছেন। ফলে আবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হবে। দর্শকরা নিরাশ হবেন না। শঙ্কু ফিরছেই।