নেশামুক্ত কুম্ভমেলা দেখতে চান রামদেব
উত্তরপ্রদেশের এলাহাবাদে কুম্ভ মেলা উপলক্ষে এখন সাধু থেকে পুণ্যার্থীদের ঢল। তাঁদের মধ্যে অনেক সাধু–সন্ন্যাসীই ধূমপান করেন। আর এতে আপত্তি যোগগুরু বাবা রামদেবের।
রামদেবের মতে, 'আমরা রাম এবং কৃষ্ণের মতো যাঁদের অনুসরণ করি, তাঁরা জীবনে কোন দিনও ধূমপান করেননি। তাহলে আমরা কেন? আমাদের উচিত, ধূমপান ছাড়তে ব্রতী হওয়া।' এই যুক্তিতেই কুম্ভমেলাকে ধূমপানমুক্ত করার উদ্যোগ নিয়েছে যোগগুরু রামদেব। গাঁজা বা যে কোনও ধরনের তামাক সেবন নিয়েই আপত্তি তার।
যোগগুরু রামদেব বলেন, ‘আমরা সাধুরা বৃহত্তর স্বার্থে ঘর–বাড়ি, মা–বাবা সবাইকে ছেড়েছি, তাহলে কেন আমরা ধূমপান ছাড়তে পারব না?’ এরপর কুম্ভ মেলায় ঘুরে অনেক সাধুদের কাছ থেকে তামাকজাতদ্রব্য সংগ্রহ করেন এবং তাদের ধূমপান ত্যাগ করার জন্য অনুরোধ জানান। তার দাবি, ‘আমি যুবসমাজকে ধূমপান বা তামাক সেবন থেকে বিরত করতে পেরেছি। তারা পারলে মহাত্মারা পারবেন না কেন?’
এদিকে রামদেবের এই প্রচার কুম্ভে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা শেষ হচ্ছে ৪ মার্চ। সেই জনসমাগমে রামদেব কতটা তামাকমুক্ত করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।