ভাইয়ের মতো দিদি একতা কপূরও ধরলেন সারোগেসির…
সারোগেসি পদ্ধতির (গর্ভ ভাড়া) মাধ্যমে ২০১৭ সালে পুত্র সন্তানের বাবা হয়েছেন তুষার কপূর। এবার একই পথে হাঁটলেন বলিউডের এই অভিনেতার দিদি একতা কপূর।
বিভিন্ন সাক্ষাৎকারে বহুবার মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন টেলিভিশন কুইন একতা কপূর। বিশেষ করে ভাই তুষার কপূরের ছেলে লক্ষ্যর সম্পর্কে কথা বলতে গিয়ে একাধিকবার নিজের এই ইচ্ছের কথা প্রকাশ করেছেন তিনি। এবার তার স্বপ্নপূরণ হল।
গত ২৭ জানুয়ারি সারোগেসি পদ্ধতির মাধ্যমে পুত্র সন্তানের মা হয়েছেন একতা। নবজাতকের নাম রাখা হয়েছে রাভি। শিগগিরই তাকে বাড়িতে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
এদিকে, নাতির আগমনে বেজায় উচ্ছ্বসিত বলিউড অভিনেতা জিতেন্দ্র। তিনি বলেন, ‘দাদা তো আগেই হয়েছি। এবার নানা হলাম। আমার জীবন পূর্ণ হয়ে গেছে।’
টেলিভিশন সিরিয়াল ‘কাসৌতি জিন্দেগি কি’, ‘নাগিন থ্রি’, ‘কায়ামাত কি রাত’-এর প্রযোজনার দায়িত্ব পালন করছেন একতা কপূর।