ভারতে বাংলাদেশ ভবন বিনির্মাণে বাংলাদেশের অর্থ বিনিয়োগ

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ১০ কোটি রুপির অনুদান দিয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি)  কলকাতায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সুনীল কুমার বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশের উপ-হাই কমিশনার তৌফিক হাসান।

বিজ্ঞাপন

গত বছরের মে মাসে, ভিডিও কনফারেন্সে যৌথভাবে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

চার হাজার একশো বর্গমিটার জায়গাজুড়ে তৈরি হয়েছে 'বাংলাদেশ ভবন'। অনুদানের টাকা বাংলাদেশ ভবনের উন্নয়নে ব্যয় করা হবে।  রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত নিদর্শন ছাড়াও এতে ঠাঁই পেয়েছে, বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক ও স্বাধীনতার ইতিহাস।

বিজ্ঞাপন