পাকিস্তানে প্রথম হিন্দু মহিলা বিচারক
মুসলিম প্রধান দেশ পাকিস্তানে এই প্রথম বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন হিন্দু নারী সুমন কুমারী। কাম্বার-শাহবাদকোটের বাসিন্দা তিনি। দেওয়ানি আদালতের জজ হিসেবে নিয়োগ পান এই নারী। সুমন নিজ জেলার বিচারবিভাগীয় দায়িত্ব পালন করবেন।
সুমন কুমারী হায়দরাবাদ থেকে এলএলবি পাশ করেন । পাশাপাশি তিনি আইনজীবী রাসেদ এর কর্মশালায় কাজ করতেন বলে জানা যায়।
সুমন বলেন, এই পেশায় আসার কারণ তিনি নিজের এলাকার গরীব মানুষের পাশে থাকতে চান। বিনা টাকায় আইনি পরামর্শ দিতে চান। অনেকে হয়ত এই বিষয়টিকে ভালো চোখে দেখবেন না । তবে তিনি আশা করেন সবাই তার পাশে থাকবেন।
সুমন কুমারীর বাবা বলেন, কঠোর পরিশ্রম আর সততার সাথে সুমন তার দায়িত্ব পালনে এগিয়ে যাবে।
পাকিস্তানে হিন্দু বিচারক নিয়োগের ঘটনা এই প্রথম নয় এর আগেও হিন্দু সম্প্রদায় থেকে পাকিস্তানে বিচারক হয়েছেন। ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানে প্রথম বিচারপতির দায়িত্ব পালন করেছেন রানা ভগবান দাস।