নিখরচায় গ্রন্থাগার

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি লাইব্রেরির সদস্য হতে কোন সদস্যকে আর চাঁদা দিতে হবে না। পাশাপাশি সরকারি গ্রন্থাগার থেকে সাধারণ বই ও নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শেণির পাঠ্যপুস্তুকও সরবরাহ করা যাবে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাজ্য গ্রন্থাগার দপ্তর এই নির্দেশ জারি করে।

রাজ্যর গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী জানান, সরকারি গ্রন্থাগারের জন্য মোট চার ধরনের সদস্যপদ রাখা হয়েছে। বয়স অনুযায়ী সবার জন্য আলাদা করে কার্ড বানানো হয়েছে।

বিজ্ঞাপন

২০১৯ সালের মধ্যে ৭ থেকে ১৭ বছর বয়সের জন্য মোট ২০ লক্ষ সদস্যপদ দেওয়া হবে বলেও জানান তিনি। ১৮ থেকে ৬০ বছর বয়সিদের জন্য ৮০ লক্ষ এবং ষাটোর্ধ্বদের জন্য মোট ২৯ লক্ষ ৯৫ হাজার সদস্য কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে ।